ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ২০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ১৭, ২০২১
জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ২০  প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।  

সোমবার  (১৭ মে) দুপুরে বাজারের জায়গার দখল নিয়ে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামের ফজিজুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের খালিছ মিয়ার মধ্যে সরকারি খাস জায়গার দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।  

সম্প্রতি ওই সরকারি জায়গায় জোরপূর্বক খালিছ মিয়ার লোকজন দোকান ঘর নির্মাণ করে। সোমবার অবৈধ দোকানঘর পরিদর্শনে যাওয়ার কথা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশের। তিনি ঘটনাস্হলে পৌঁছার আগেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, বিরোধীয় সরকারি জায়গা চিহ্নিত করতে আমি লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে আবেদন করি। যার পরিপ্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে যান। তিনি জানান সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছে।
 
মীরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ জানান, সরকারি জায়গায় অবৈধ দোকানঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্হলে রওনা হই। পৌঁছার আগেই সংঘর্ষের খবর পেয়ে ফিরে আসি।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।