ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে হেলপার নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ১৭, ২০২১
বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে হেলপার নিহত  উল্টে যাওয়া চাঁদের গাড়ি। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি (জিপ) উল্টে মোফাজ্জল হোসেন (১৬) নামে এক কিশোর নিহত ও তিন জন গুরুতর আহত হয়েছেন।  

সোমবার (১৭ মে) সকালে উপেজলার মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোফাজ্জল বাঘাইছড়ি পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা নামক এলাকায় তামাকবাহী চাঁদের গাড়ি উল্টে যায়। এতে ওই গাড়ির হেলপার মোফাজ্জল ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় গাড়ির চালক এরশাদসহ তিন জন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।