বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নাগর নদে ডুবে আবু হানজালা লিয়াম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
লিয়াম উপজেলার চামরুল ইউনিয়নের পাঁচথিতা গ্রামের হোসেন আলীর ছেলে।
রোববার (১৬ মে) দুপুরে পাঁচথিতা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধাপ সুখানগাড়ী রাহমানিয়া হাফেজিয়া কওমি মাদরাসার (আবাসিক) ছাত্র আবু হানজালা লিয়াম। ঈদের ছুটিতে বৃহস্পতিবার (১৩ মে) গ্রামের বাড়ি পাঁচথিতায় আসে। রোববার দুপুর ১২টার দিকে শিশু লিয়াম ৩ থেকে ৪ জন (সমবয়সী শিশু) বন্ধুর সঙ্গে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদের পানিতে গোসলে নামে। একপর্যায়ে লিয়াম পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুরা নদ থেকে ওঠে এসে বিষয়টি লোকজনকে জানায়। এরপর প্রায় দেড়ঘণ্টা খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী শিশু লিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ১৬, ২০২১
ওএইচ/