ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মে ১৫, ২০২১
বাঘায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

রাজশাহী: রাজশাহীর বাঘায় ঝড়-বৃষ্টির সময় বাগানের আম কুড়াতে গিয়ে জহুরুল ইসলাম বাবু (৩০) এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা চকরপাড়া গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

নিহত বাবু ওই গ্রামের আজাহার উদ্দীনের ছেলে।

নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাত হলে বাবু অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু। পরে তার মরদেহ বাড়ি নিয়ে আসা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, বজ্রপাতে নিহত বাবুর নামাজের জানাজা রাত ৯টায় অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে মারা যাওয়ার বাবুর পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ১৫, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।