ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ১৫, ২০২১
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকায় একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধুস সরকার (২৪) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

বিধুস সরকার বাগমারা উপজেলার হাট মাধবনগর এলাকার বিধন সরকারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বালীগাঁও এলাকায় আবুল খায়ের সিরামিক কারখানায় টিনসেড ভবনে বিদ্যুতের কাজ করছিল বিধুস সরকার। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৫, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।