ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

পাঁচতলার বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, মে ১৫, ২০২১
পাঁচতলার বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় ছয়তলা বাসার পাঁচতলা থেকে পড়ে শেখ শাখাওয়াত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা শেখ মো. সুমন জানান, তাদের বাড়ি মুন্সগঞ্জ সদরে। গেন্ডারিয়া দ্বীননাথ সেন রোডের একটি ছয়তলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন। গেন্ডারিয়াতে তার বিদ্যুৎ সরঞ্জামের ব্যবসা রয়েছে।

তিনি আরও জানান, এক ভাই এক বোনের মধ্যে শাখাওয়াত ছোট। বিকেলে সিড়িতে খেলা করছিল শাখাওয়াত। খেলতে খেলতে পাঁচ তলার বাসায় যায়। সেখানে বারান্দায় থেকে নিচে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় ওকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ১৫, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।