ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লালমোহনে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকের নামে সড়ক উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ১৫, ২০২১
লালমোহনে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকের নামে সড়ক উদ্বোধন সড়ক উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের রায়পুরাকান্দি গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকর নামে সড়ক উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।  

শনিবার (১৫ মে) দুপুরে এ সড়কটি উদ্বোধন করেন তিনি।

এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

পরে এমপি শাওন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে “ঢাকাস্থ লালমোহন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।  

এ সময় এমপি শাওন বলেন, মুক্তিযোদ্ধাদের সব রকম সুযোগ সুবিধা বাড়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন।
 
এমপি শাওন আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন তখনই দেশের ও মানুষের ভাগ্যোন্নয়ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৫, ২০২১
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।