ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খোলা উদ্যানে ঈদের আনন্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ১৪, ২০২১
খোলা উদ্যানে ঈদের আনন্দ সোহরাওয়ার্দী উদ্যানে দর্শনার্থীরা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: করোনার দহনকালে কেটে গেল পবিত্র ঈদুল ফিতরের দিন। করোনার সংক্রমণ এড়াতে বন্ধ ছিলো চিড়িয়াখানা, শিশুমেলার মতো বিনোদনকেন্দ্রগুলো।

সংস্কারের জন্য বন্ধ ছিলো শিশুপার্ক। ফলে ঢাকায় যারা ছিলেন, তাদের ঈদ ছিলো গৃহবন্দি। তবে, উৎসব প্রিয় মানুষ ঈদের দিনটি খোলা উদ্যানের পানে ছুটেছেন। কাটিয়েছে পরিবার-পরিজন-বন্ধুদের সঙ্গে সুন্দর সময়।

শুক্রবার (১৪ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্যের দেখা মিলে। রাজধানীবাসীর যেকোনো উৎসবের আড্ডাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই নানা বয়সী মানুষের পদাপর্ণে মুখরিত হয়ে ওঠে টিএসসি এলাকা। তবে, বিকেলের পর বেশ ভিড় জমে যায় দেশের শ্রেষ্ঠ এ শিক্ষাপীঠের এলাকা।  শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু আবির, হাসিব, জামাল, রেদওয়ান, রেজাউল হাজির হয়েছিলেন টিএসসি এলাকায়। তারা সবাই শান্তিবাগের বাসিন্দা। কথা হলো হাসিবের সঙ্গে। তিনি বলেন, আমি আর রেজাউল এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। করোনার কারণে গেলো প্রায় সোয়া এক বছর বিশ্ববিদ্যালয় বন্ধ। সে হিসাব করলে অনেকদিন পর নিজের ক্যাম্পাসে ফিরে এলাম। ঘরে বসে আর ভালো লাগছিলো না। তাই বন্ধুদের নিয়ে একটু ঘুরতে আসলাম।  

তাদের গন্তব্যের বিষয় জানতে চাইলে বলেন, একটু সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যাবো। তাদের সঙ্গেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলে দেখা মিললো উৎসবমুখর এক পরিবেশের। উদ্যানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আড্ডা দিচ্ছিলেন নানা শ্রেণী-পেশা-বয়সের মানুষেরা।  উদ্যানের বিভিন্ন প্রান্তে বসেছিলো অস্থায়ী চটপটি-ফুচকার দোকান। ছিলো বল দিয়ে মেরে এনার্জি ড্রিঙ্ক জেতার খেলাও। সব মিলিয়ে দারুণ এক উৎসবমুখর পরিবেশ ছিলো সোহরাওয়ার্দী উদ্যানে। এর বাইরে রাজধানীর চন্দ্রিমা উদ্যান, হাতিরঝিল, তিনশ ফিট, আঁটিবাজার এলাকাতেও ভিড় জমিয়ে ছিলেন উৎসব প্রিয় মানুষেরা।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১৪, ২০২১
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।