ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ১৪, ২০২১
দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ...

সাতক্ষীরা: দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ মে) সকালে শহরের সঙ্গীতার মোড়ে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরিবহন মালিক সমিতি সাতক্ষীরা শাখার সভাপতি ও এ কে ট্রাভেলসের এমডি তাহমিদ সাহেদ চয়নের সভাপতিত্বে ব্যক্তব্য দেন- কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, এসপি গোল্ডেন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্কার বায়রন, হানিফ পরিবহনের ম্যানেজার সরদার মুকুল, কেন্দ্রীয় বাস টার্মিনাল বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতারা।

মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। এগুলো হলো- স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার পরিবহন চালু, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার অর্থ মালিক-শ্রমিকদের মাঝে সুষ্ঠুভাবে বণ্টন, পরিবহন শ্রমিকদের বয়েকা বেতন পরিশোধ ও সড়কে পুলিশি হয়রানি বন্ধ করা।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।