ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আল আকসায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মে ১৪, ২০২১
আল আকসায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ফিলিস্তিনের পশ্চিম জেরুজালেমের আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরী শাখা।

শুক্রবার (১৪ মে) সকাল ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিশ্বের যে সব আকাশে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যায়, সেখানেই ইসরায়েলের হাত রয়েছে। আজ তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায়।

‘আমাদের ঈদের খুশি নষ্ট করেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। বিশ্বের অনেক দেশ সন্ত্রাসী খুঁজে বের করে। আজ প্রমাণিত হয়ে গেছে। শুধু ইসরায়েল নয়, তাদের যারা সমর্থন দেয় তাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে, প্রতিবাদ চলবে। ’

তিনি আরও বলেন, জাতিসংঘ হাস্যকর ভূমিকা পালন করছে। সময় হয়ে গেছে মুসলিমদের জন্য স্বতন্ত্র জাতিসংঘ তৈরি করার। অনেক মুসলমান রাষ্ট্র ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে। তাদের বলতে চাই, শয়তানের পাশ থেকে সরে আসুন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, ইহুদি জাতির ইতিহাস উগ্র। এরা আমাদের নবীদের শহীদ করেছে। যতদিন এদের অস্তিত্ব থাকবে ততদিন তারা নিকৃষ্ট জাতি হিসেবে থাকবে।

বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মে ১৪, ২০২১
ডিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ