ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদের দিন ফিলিস্তিনিদের ওপর হামলায় তথ্যমন্ত্রীর নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মে ১৪, ২০২১
ঈদের দিন ফিলিস্তিনিদের ওপর হামলায় তথ্যমন্ত্রীর নিন্দা ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাছান মাহমুদ, ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ঈদের দিন ফিলিস্তিনে মুসলমানদের ওপর আক্রমণ হয়েছে, এটি তীব্র নিন্দাজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৪ মে) সকাল ৯টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ফিলিস্তিনে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটিই আল্লাহর কাছে প্রার্থনা। আল্লাহর কাছে প্রার্থনা করি, বাংলাদেশের সব মানুষের জীবনে যেন সুখ-শান্তি-সমৃদ্ধি বয়ে আসে। আমাদের দেশে যে উন্নয়ন চলছে, সমৃদ্ধি আসছে, তা যেন অব্যহত থাকে, আজকের পবিত্র দিনে এটিই প্রার্থনা।

এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মে ১৪, ২০২১
এইচএমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।