ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বারিধারায় বাসের চাপায় মা-মেয়ে নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

ঢাকা: গুলশানের বারিধারায় প্রগতি সরণিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিনিবাসের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এরা হচ্ছেন জহুরা বেগম, ৩৫ ও আসমা আক্তার, ১০।



গুলশান থানার অপারেশন অফিসার শেখ মাসুদ করিম বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে রাস্তা পারাপারের সময় সালসাবিল পরিবহনের একটি মিনিবাসের চাপায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পুলিশ মিনিবাস (ঢাকা মেট্রো ব-১১-১৭৩১) আটক ও এর চালক মজনু মিয়াকে গ্রেফতার করেছে।

থানার উপ-পরিদর্শক বাংলানিউজকে আরো জানান, বারিধারার কোকাকোলা কারখানার সামনে রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী বেপরোয়া গতির মিনিবাসটি মা-মেয়েকে চাপা দেয়। স্থানীয় লোকজন ঘাতক মিনিবাসটি আটক করে এবং এর চালক মজনু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সময় :২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।