ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেমন ছিল ঈদের আগের দিনের রাজধানী

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মে ১৩, ২০২১
কেমন ছিল ঈদের আগের দিনের রাজধানী

ঢাকা: বৃহস্পতিবার (১৩ মে) পবিত্র ঈদুল ফিতরের আগের দিন। ঈদের আগের দিনকে মূলত আমরা চাঁদ রাত বলেই জানি।

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ। নাড়ির টানে বাড়ি ফিরতে ভোগ করতে হয়েছে অনেক বাধা-বিপত্তি। মানুষের চাপাচাপিতে নিহত ও আহত হয়েছেন অনেকে। তবে এখন কেমন আছে রাজধানী।  

সকাল থেকেই রাজধানীতে নেই গাড়ির চাপ। কয়েকটি প্রাইভেটকার আর সিএনজিচালিত অটোরিকশা ছাড়া তেমন কোনো গাড়ি চলতে দেখা যায়নি।

রাজধানীর অলি-গলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভিড় করছে সৌখিন ভিক্ষুকরা। সড়কে চলার পথে কিংবা গাড়ি থামলেই তারা দৌড়ে সামনে যাচ্ছে কিছু পাবার আশায়।

রাজধানীতে নেই মানুষের চলাচল। অফিস আদালত বন্ধ। তাই পত্রিকা পড়ে অলস সময় পার করছেন পাদুকা শ্রমিক।

ভিক্ষাবৃত্তি নয়। কাজ করে খেতে চাই। এ মনমানসিকতায় রাজধানীর মিন্টু রোড এলাকায় ছোট শিশু নিয়ে মাস্ক বিক্রি করছেন এক নারী।

আগামী শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতর তাই বাইকাররা মোটরসাইকেলে তেল নিতে পেট্রোল পাম্পে ভিড় করছেন।

বিকেল হতেই রাজধানীতে নামে স্বস্তির বৃষ্টি। এতে বিপাকে পড়েন মার্কেট ও রাস্তাঘাটে চলাচল করা সাধারণ মানুষ।

দুঃখজনক হলেও সত্য রাজধানীর পল্টন, শাহবাগ, কাকরাইল, তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট এলাকা ঘুরে পুলিশের কোনো চেকপোস্ট দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ১৩, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।