ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ১৩, ২০২১
হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত পিয়াস বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, সোমবার (১০ মে) দুপুরে উপজেলার নিজ গড্ডিমারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আরমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নিজ গড্ডিমারী এলাকার সোহরাব আলী ও তার প্রতিবেশি দুলাল হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার (১০ মে) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সোহরাব আলী পক্ষের পিয়াস বাবুসহ উভয় পক্ষের ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় পিয়াস বাবুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান পিয়াস বাবু।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।