ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দোয়া করাতে এসে বাবার কবরের পাশেই ঠিকানা হলো ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মে ১৩, ২০২১
দোয়া করাতে এসে বাবার কবরের পাশেই ঠিকানা হলো ছেলের

পিরোজপুর: বাবার নামে দোয়া করাতে রওনা দিয়ে মো. শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবকের শেষ ঠিকানা হলো বাবার কবরের পাশেই।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে তাকে দাফন করা হয়।

তিনি জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আরামকাঠী গ্রামের মৃত আব্দুল জব্বার
মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতোকত্তর (এমএ) শ্রেণির ছাত্র।

বুধবার (১২মে) দুপুরে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে এনায়েতপুরী নামে একটি ফেরিতে যাত্রীদের ভিড়ের চাপে ওই যুবকের মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক তার পরিবারের ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার ছোট। লেখাপড়ার পাশাপাশি তার বড় ভাই আল-আমিনের ঢাকার সাভারে অবস্থিত একটি ফার্নিচারের ব্যবসা দেখাশুনা করতেন। এক মাস আগে তার বাবা মারা যান। তাই বাবার জন্য দোয়া   করাতে ও মায়ের সঙ্গে ঈদ করতে গতকাল বুধবার বাড়ির উদ্দেশে রওনা হন শরিফুল। এরপর ফেরিতে ভিড়ের চাপে মারা যান তিনি।

নিহতের বড়ভাই মো. আল-আমিন হোসেন বাংলানিউজকে জানান, বাবার জন্য দোয়া করাতে ও মায়ের সঙ্গে ঈদ করতে বাড়িতে যেতে চাইলে আমি তাকে ব্যবস্থা করে দিই এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।