ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ১৩, ২০২১
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ফাইল ফটো

মানিকগঞ্জ: মাঝপদ্মায় বাতাসের তীব্রতা কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) দুপুর ২টা ৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে পাটুরিয়া ঘাটের দ্বায়িত্বরত সার্জেন্ট গোলজার।

তিনি বলেন, মাঝপদ্মায় বাতাসের তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কিছু সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পণ্য বোঝাই ট্রাক পারাপার বন্ধ ছিলো। এখন ট্রাকগুলো ফেরিতে উঠছে। এরই মধ্যে  একটি ফেরি পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে বলেও জানান তিনি। তবে ঘাটে যাত্রীবাহী যানবাহন নেই বললেই চলে।  
 
বাংরাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad