ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ১৩, ২০২১
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ফাইল ফটো

মানিকগঞ্জ: ঝড়ো বাতাসের কারণে মাঝ পদ্মায় ঢেউয়ের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
 
বৃহস্পতিবার (১৩ মে) দুপুর পৌনে ২টার সময় ফেরি চলাচল বন্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন পাটুরিয়া ঘাটের দ্বায়িত্বরত সার্জেন্ট গোলজার।

তিনি বলেন, হঠাৎ করে প্রচণ্ড বাতাস শুরু হওয়ায় মাঝ পদ্মায় বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

এদিকে পারাপারের অপেক্ষায় ঘাটে বর্তমানে কোনো যানবাহন নেই বলে জানান তিনি।  
 
বাংরাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad