ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অনুপ্রবেশের সময় বেনাপোলে আটক ৪৮

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বেনাপোল : ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট বিডিআর সদস্যরা ৪৮ জনকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে পুরুষ ২৩ জন, নারী ১৯ জন ও  ৬ জন শিশু রয়েছে।

এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।    

চেকপোস্ট বিডিআর সুবেদার হারুন আর রশিদ জানান, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের সাদীপুর সীমান্তের ‘নাপিত বাড়ি’ মানুষ পাচারের ঘাটে অভিযান চালিয়ে ৪৮ জন বাংলাদেশিকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। ওপারের দালালরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে অবৈধ পথে ঠেলে দিয়েছে। বিডিআরের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে গেছে। আটককৃতরা খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতীরা, বাগেরহাট ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময় : ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।