ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাড়ির চাপ কমছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ১৩, ২০২১
গাড়ির চাপ কমছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: রাতভর থেমে থেমে যানজট ও ধীরগতি শেষে সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক।  

বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে ঈদে ঘরে ফেরা যাত্রী বহনকারী যানবাহনের চাপ কমছে।

তবে দুপুরের দিকে গাড়ির চাপ আবারও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১২ মে) রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গগামী হাজার হাজার গাড়ি আসতে থাকে। ট্রাক, মাইক্রোবাসের পাশাপাশি বিপুল সংখ্যক দূরপাল্লার বাসও চলাচল করে। অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের সয়দাবাদ, মুলিবাড়ী ও কড্ডার মোড় এলাকায় রাতভর থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, রাতে এ মহাসড়কে প্রচুর গাড়ির চাপ ছিল। এতে থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করে গাড়িগুলো। সকাল থেকে গাড়ির চাপ কমতে থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের মোবাইল টিম, পেট্টোল টিম দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, মে ১৩, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।