ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনার ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ ভিত্তিহীন, ব্যাখ্যা দিল্লির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ১২, ২০২১
করোনার ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ ভিত্তিহীন, ব্যাখ্যা দিল্লির

ঢাকা: ভারতে পাওয়া করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) উদ্ধৃতি দিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো।

বুধবার (১২ মে) দেওয়া এ ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় বি১.৬১৭ ভাইরাসটি বৈশ্বিক উদ্যোগের বিষয় বলে উল্লেখ করা হয়েছে।

তবে গণমাধ্যম এটাকে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বলে উল্লেখ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভাইরাসকে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বলেনি। সংস্থাটির ৩২ পৃষ্ঠার গবেষণা রিপোর্টে কোথাও ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বলা হয়নি। তবে গণমাধ্যম ভিত্তিহীনভাবে এটাকে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বলছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ১২, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।