ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, মে ১২, ২০২১
না.গঞ্জে বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের খানপুরে বিদ্যুতের তিন হাজার ভোল্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সাবস্টেশনের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন থাকে শহর।

মঙ্গলবার (১১ মে) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর মধ্যে সাবস্টেশনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা থেকে ডিপিডিসির টিম এসে মেরামতের কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বাংলানিউজকে জানান, রাতে আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত জানা যায়নি।

কিল্লারপুল বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা মোহাম্মদ সবুর খান জানান, ঢাকার টিম কাজ করছে। সাবস্টেশনের অধীনে থাকা এলাকাগুলোতে দেড় ঘণ্টা কাজের জন্য বিদ্যুৎ বন্ধ ছিল। এখন সব স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, মে ১২, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ