ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে ইটভাটার চুলার দেয়াল ধসে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মে ১১, ২০২১
সিরাজগঞ্জে ইটভাটার চুলার দেয়াল ধসে শ্রমিক নিহত ...

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইটভাটার চুলার দেয়াল ধসে শহীদুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

 

মঙ্গলবার (১১ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরা এলাকার সোনালী ইটভাটায় এ ঘটনা ঘটে।  

সদর উপজেলার ফুলকোচা গ্রামে শহীদুল ইসলামের বাড়ি। আহতরা হলেন- চক মিরাকোল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আবুল হোসেন ও একই এলাকার বাসিন্দা আব্দুস সালাম।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পুরাতন সোনালী ইটভাটার চুলা সংস্কার না করেই ইট পোড়ানোর কাজ চলছিল। মঙ্গলবার সকালে ১৩ জন শ্রমিক চুলার ভেতর থেকে পোড়ানো ইট বের করছিলেন। এ অবস্থায় চুলার দেয়াল ধসে পড়লে তিন শ্রমিক চাপা পড়েন। এ সময় অন্য শ্রমিক ও স্থানীয়রা শহীদুল ইসলামকে মৃত অবস্থায় এবং বাকি দুই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ পেয়েছি। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েছি। এখানে ১৩ জন শ্রমিক কাজ করছেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন। বাকিরা অক্ষত আছেন।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ১১, ২১০১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad