ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতদিয়ায় পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নদীতে, নিখোঁজ চালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মে ১১, ২০২১
দৌলতদিয়ায় পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নদীতে, নিখোঁজ চালক ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: হঠাৎ ঝড়ো বাতাসে দৌলতদিয়ার ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় ডুবে যাওয়া মাইক্রোবাসের ভেতরে থাকা চালক নিখোঁজ রয়েছেস।

 ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করছে।

মঙ্গলবার (১১ মে) দুপুর সোয়া ১টার দিকে ডুবে যাওয়া মাইক্রোবাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম। তবে মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও তার ভেতরে কোনো লোক ছিলো না। সে জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল চালককে উদ্ধারের চেষ্টা করছে।

তিনি বাংলানিউজকে আরো বলেন, সকাল আনুমানিক ১১টার সময় ঝড়ো বাতাসের কারণে দৌলতদিয়া ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে যায়। এসময় মাইক্রোবাসটি নদীতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে ডুবে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করি এবং স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাড়িতে থাকা চালককে উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা করছে।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ১১, ২০২১/ আপডেট: ১৪০২
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।