ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলি, আহত অনেকে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মে ১০, ২০২১
টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলি, আহত অনেকে

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে আন্দোলনরত হা-মীম গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন অনেকে।

এর মধ্যে ১০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। ঈদের ছুটির দাবিতে আন্দোলন করছিলেন শ্রমিকরা।

সোমবার (১০ মে) বেলা ১১টার দিকে টঙ্গীর নিশাতনগর এলাকায় হা-মীম গ্রুপের সিসিএল নামে পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

ছররা গুলিতে আহতরা হলেন- মিজানুর রহমন (২২), মামুন মিয়া (২৫), রনি ইসলাম (২৪), জাহিদ হোসেন (২৬), সোহেল রানা (২২), রুবেল মিয়া (২২), রুবেল হোসেন (২৪), হাসান (২৬), ইমরান হোসেন (১৯) ও কাঞ্চন (৫০)।

আহতরা জানান, সাধারণত ঈদের ছুটির দু’তিনদিন আগেই ছুটির নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তবে এবার তাদের কারখানায় কবে থেকে কতদিন ছুটি দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো নোটিশ টাঙানো হয়নি। এজন্য শ্রমিকরা সকালে কারখানায় গেলেও সাড়ে ১০টার দিকে কাজ বন্ধ করে কারখানার নিচেই অবস্থান নেন।  

এসময় মালিকপক্ষ ৭ দিনের ছুটির ঘোষণা করলেও শ্রমিকরা ১০ দিনের ছুটির দাবি জানান। দাবি না মানায় কারখানার নিচেই অবস্থান করে আন্দোলন করছিলেন তারা। এরমধ্যে তাদের একজন শ্রমিক কারখানা থেকে বের হয়ে রাস্তায় গেলে সেখানে পুলিশ তাকে মারধর করে। পরে খবর শুনে মাথায় আঘাত পাওয়া ওই শ্রমিককে নিয়ে পুলিশের কাছে গিয়ে এর জবাব চাইলে পুলিশ তাদের ওপর চড়াও হয়।  

পরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গেটের সামনে শটগানের গুলি চালায়। এতে অর্ধশত শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেন আন্দোলনরতরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১০, ২০২১
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।