ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ছুটিতে নই, অন ডিউটিতে আছি’

মিরাজ মাহবুব ইফতি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মে ১০, ২০২১
‘ছুটিতে নই, অন ডিউটিতে আছি’

ঢাকা: ‘আমি আসলে ছুটিতে নই, অন ডিউটিতে আছি। ঢাকা ওয়াসা বোর্ড আমাকে ৩ মাসের জন্য দেশের বাইরে অবস্থান করার অনুমতি দিয়েছে।

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমতি দেওয়া হয়েছে। ’

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান তিন মাসের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অবস্থান করার বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে রোববার (০৯ মে) তার সঙ্গে যোগাযোগ করা হলে লস এঞ্জেলেস থেকে ভার্চুয়ালি বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে থেকে বাংলাদেশের ওয়াসা কিভাবে পরিচালনা করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কর্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে না। আমি সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছি। ঢাকা ওয়াসা প্রায় ৯০ ভাগ ডিজিটাল। কাজেই আমাদের ফাইল, টেন্ডারিং প্রক্রিয়া এবং ওয়াসার সমস্ত নথি ইলেকট্রনিক হওয়াতে কোনো সমস্যা হচ্ছে না। ’

বিদেশ যাওয়ার কারণ জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘প্রত্যেক বছরই আমি ছুটি নিয়ে আমেরিকাতে আসি। আমার কিছু রুটিন চেকআপ ও আমার পরিবারের সঙ্গে সময় কাটাই। কোভিডের কারণে গত বছর আমি কিন্তু আসতে পারিনি। এবার প্রায় দুই বছর পরে এলাম। বেশকিছু মেডিক্যাল ইস্যু আছে। তাই একটু লম্বা সময়ের জন্য আমি এখানে অবস্থান করবো। ’ 

বিদেশ যাওয়ার প্রক্রিয়াটি যথাযথ আইন মেনে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের যারা ক্যাডার সার্ভিসে অর্থাৎ সচিব, যুগ্ম-সচিব, সহকারী সচিব তারা বাংলাদেশ সরকারের সরকারি চাকরি প্রবিধানমালার আওতাধীন। তাদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা  ছুটি সবকিছু নিয়ন্ত্রণ করে সরকারি চাকরি প্রবিধানমালা। আমারটা হচ্ছে ওয়াসা আইন ১৯৯৬ এর দ্বারা নিয়ন্ত্রিত। আমার বেতন ভাতা, সুযোগ সুবিধা এই আইনের দ্বারা নিয়ন্ত্রিত। আমি রিপোর্ট দেব ওয়াসা বোর্ডের কাছে। বোর্ড আমাকে ছুটি দেওয়ার অথরিটি এবং বোর্ড আমার বেতন-ভাতা নির্ধারণ করার অথরিটি। ওয়াসা আইন ১৯৯৬ অনুযায়ী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ছুটি বলতে কিছু নেই। কিন্তু প্রয়োজনে বোর্ডের অনুমতি নিয়ে তিনি ছুটিতে যেতে পারবেন। তবে সে ছুটিতেও কাজ করতে হবে ওয়াসার এমডিকে। ’

এ বিষয়ে তাকসিম এ খান আরও বলেন, ‘ওয়াসা আইনে বলা আছে, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একজন সার্বক্ষণিক কর্মকর্তা। যদি আমি কোনো কারণে কাউকে আমার দায়িত্ব অর্পণ করতে চাই। আমার শর্তে আমি কিছু কিছু দায়িত্ব অর্পণ করতে পারবো। সেটা হচ্ছে ওয়াসার ২৮ এর ১০ উপধারা অনুযায়ী। বোর্ডের অনুমতি নিয়ে আমি আমার দায়িত্ব কাউকে অর্পণ করতে পারবো। ’ 

সাক্ষাৎকারের ভিডিও দেখুন>>

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, মে ১০, ২০২১
এমএমআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।