ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ইফতারির জন্য নববধূকে ‘হত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, মে ৯, ২০২১
সিলেটে ইফতারির জন্য নববধূকে ‘হত্যা’

সিলেট: বিয়ের নয় মাসের মাথায় সিলেটে ইফতারিকে কেন্দ্র করে শরিফা বেগম (২১) নামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (০৮ মে) সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


নিহত শরিফা বেগম (২০) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের শাকিম উল্যার মেয়ে ও উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামের আরশ আলীর স্ত্রী। এ ঘটনায় আটককৃতরা হলেন- নিহতের স্বামী আরশ আলী ও শাশুড়ী মিনারা বেগম।

 
স্থানীয়রা জানায়, প্রায় ৯ মাস আগে উপজেলার উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামের মৃত ইছন আলীর ছেলে আরশ আলীর সঙ্গে শরিফা বেগমের পারিবারিকভাবে বিবাহ হয়।   

 

নিহতের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, গত শুক্রবার শরিফার বাড়িতে ইফতার সামগ্রি পাঠানো হয়। তাতে স্বামীর জন্য পৃথক থালা সাজানো না থাকা এবং ঈদুল ফিতরে নতুন জামা-কাপড় না দেওয়ায় স্বামী ও শাশুড়ির নির্যাতনে সাত মাসের অন্তঃসত্তা শরিফা বেগমের মৃত্যু হয়। শনিবার দুপুরে শরিফা বেগমের মরদেহ তার ঘরের বিছানা থেকে উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।  

 

নিহতের বড় বোন শিপন আক্তার বলেন, বিয়ের পর থেকেই তার বোনের ওপর নানা অজুহাতে নির্যাতন করা হয়।  
 

সিলেটের ওসমানীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল বনিক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। সুরতহালে মরদেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এ কারণে নিহতের স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ মামলায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মে ০৯, ২০২১
এনইউ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।