ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ৭, ২০২১
ঝিনাইদহে শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে শিশুর মৃত্যু আগুনে পুড়ে যাওয়া বসতঘর। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ভাদালিয়া ডাঙ্গা বেতাই পূর্বপাড়া গ্রামে শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে তানিশা খাতুন (৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি বস ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলার ভাদালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তানিশা ওই গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।

বেতাই পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিউর রহমান জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, ইব্রাহিম তার ভাই বাবুর বাড়ির মিটার থেকে সাইডলাইন নিয়ে ব্যবহার করে আসছিলেন। দুপুরে ওই লাইন থেকে শর্ট সার্কিট হয়ে প্রথমে ঘরের সঙ্গে শুকাতে দেওয়া ভুট্টা গাছে আগুন ধরে যায়। পরে ওই আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা তানিশা আগুনে পুড়ে মারা যায়। পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad