ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিলুপ্ত কমিটির সহকারী প্রচার সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৪, মে ৭, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিলুপ্ত কমিটির সহকারী প্রচার সম্পাদক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (০৬ মে) রাতে ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।

 

পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও হরতাল চলাকালে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জেলায় ব্যাপক ভাঙচুর ও নশকতার ঘটনায় করা মামলায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে ওলামায়ে ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মে ৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।