ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ১৯৯ অসচ্ছল সাংস্কৃতিক কর্মীকে প্রধানমন্ত্রীর অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মে ৭, ২০২১
নাটোরে ১৯৯ অসচ্ছল সাংস্কৃতিক কর্মীকে প্রধানমন্ত্রীর অনুদান

নাটোর: করোনাকালে আর্থিক সংকটে পড়া নাটোরের ১৯৯ জন কর্মহীন শিল্পী, কলাকুশলী ও কবি সাহিত্যিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদানকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

সে সময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে ১৯ লাখ ৯০ হাজার টাকার চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেন। ফলে অসচ্ছল সংগীতশিল্পী, নাট্যশিল্পী, যাত্রাশিল্পীসহ কলাকুশলীরা স্বস্তি প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
সে সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রাব্বী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, জজ কোর্টেও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. সিরাজুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসন এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, মে ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।