ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু, মোট মৃত্যু ৪৯৪

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ৬, ২০২১
রাজশাহীতে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু, মোট মৃত্যু ৪৯৪

রাজশাহী: রাজশাহীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

 

বুধবার (০৫ মে) দিনগত রাতের পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৪৯৪ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, তাদের তিনজনের মরদেহই স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে করোনা ওয়ার্ডে ৯৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৪৪ জনের করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইউসিইউতে ভর্তি রয়েছেন ১২ জন।

এদিকে, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদার জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজশাহীতেই তার মৃত্যু হয়। এ নিয়ে রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনায় ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৯৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২০ জন, নওগাঁয় ৩৪ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহীর আট জেলায় নতুন ৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৯ নয়জন, নওগাঁয় দুজন, নাটোর ১০ জন, জয়পুরহাট দুইজন, বগুড়ায় ২৯ জন, সিরাজগঞ্জ ছয়জন ও পাবনায় ২৮ জন। রাজশাহী বিভাগের আট জেলায় এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ৬৪৩ জন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৬, ২০২১
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad