ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীমান্ত এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে দুশ্চিন্তায় আছি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ৬, ২০২১
সীমান্ত এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে দুশ্চিন্তায় আছি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতীয় ভ্যারিয়েন্ট সীমান্ত এলাকায় দেখা দিয়েছে। আমরা এটা নিয়ে দুশ্চিন্তায় আছি।

বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।  

ড. মোমেন বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট সীমান্ত এলাকায়ও দেখা দিয়েছে। আমরা এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা তো জনগণের মঙ্গল চাই। জনগণ যেন টিকা পায়, যথাসাধ্য কাজ করছি।

তিনি আরও বলেন, জরুরিভাবে টিকার দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি। আমি বলেছি, পুরোটা না দিতে পারলেও সেকেন্ড ডোজ দেওয়ার জন্য যা লাগবে সেটা যেন দেন। জরুরিভাবে তিন মিলিয়ন টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছি।

** টিকার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি: ড. মোমেন

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ০৬, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।