ঢাকা: সরিয়ে ফেলা হয়েছে ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিটের তলায় তলায় স্তূপ করে রাখা রোগীদের ব্যবহৃত বিছানার ফোমগুলো।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের নির্দেশে ভবনের তলায় তলায় স্তূপ করে রাখা আনুমানিক আড়াইশো থেকে তিনশ রোগীদের ব্যবহৃত বিছানার ফোম ও অন্যান্য পরিত্যক্ত মালামাল সরিয়ে ফেলা হয়।
মঙ্গলবার (৪ মে) দুপুরে এ বিষয়ে কথা হয় নতুন ভবনে দায়িত্বরত সরকারি কর্মচারী রমিজের সঙ্গে। তিনি জানান, হাসপাতালের পরিচালকের নির্দেশক্রমে সকাল থেকে পরিত্যক্ত বিছানার ফোমসহ অন্যান্য মালামাল সরিয়ে ফেলা হয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, নতুন ভবনের তলায় তলায় স্তূপ হয়ে থাকা রোগীদের ব্যবহৃত পরিত্যক্ত ফোমগুলো সরিয়ে ফেলা হয়েছে। আনুমানিক ব্যবহৃত বিছানার ফোমের সংখ্যা হবে ৩০০। সেগুলো হাসপাতালের খালি জায়গায় জড়ো করা হয়েছে। পর্যায়ক্রমে ধ্বংস করা হবে।
** ঢামেকের নতুন ভবনে ফোমের স্তূপ, ফের অগ্নিকাণ্ডের আশঙ্কা
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ০৪, ২০২১
এজেডএস/আরবি