খুলনা: টানা তাপদাহের পর খুলনায় অবশেষে প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলেছে। গরম প্রকৃতির মধ্যে এই বৃষ্টি জনমনে স্বস্তি এনে দিয়েছে।
মঙ্গলবার (০৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা রয়েছে। স্বস্তির বৃষ্টিতে টানা দাবদাহে থেকে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন মানুষ।
এর আগে টানা দাবদাহে কোথাও এতটুকু স্বস্তি ছিল না। আগুন গরমে হাঁসফাঁস ধরে গিয়েছিলো প্রাণ-প্রকৃতির। বৃষ্টির জন্য মানুষের মধ্যে পড়ে গিয়েছিল হাহাকার। সেই দীর্ঘ প্রত্যাশায় বৃষ্টি পেয়ে অনেকে ভিজেছেন।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, খুলনায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মে ০৪, ২০২১
এমআরএম/এমআরএ