ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৪ ঘণ্টা পার হলেও সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসেনি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মে ৪, ২০২১
২৪ ঘণ্টা পার হলেও সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসেনি  সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: ২৪ ঘণ্টা পার হলেও সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি।  

মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সুন্দরবনের আগুন নেভানোর কাজ শুরু করেছে।

পাশাপাশি বন বিভাগের শতাধিক বনরক্ষী ও  কর্মকর্তারাও আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।

এর আগে সোমবার (৩ মে) দুপুরে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে দিনের আলো ফুরিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে কাজ বন্ধ রাখা হয়।  

মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ৫ একর বনজুড়ে আগুন জ্বলছিল বলে জানায় এলাকাবাসী।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, দ্বিতীয় দিনে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আমাদের শতাধিক স্টাফ ও কর্মকর্তা। ফায়ার সার্ভিসও চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, সকালে তিনটি ইউনিট সুন্দরবনে এসেছি। আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়ার জন্য ৪ কিলোমিটার পাইপ বসানো হয়েছে। পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আশা করছি, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

** এখনও জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ফের সুন্দরবনে ফায়ার সার্ভিস 

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ