ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মামুনুলের বিরুদ্ধে আরও দুই মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
মামুনুলের বিরুদ্ধে আরও দুই মামলা

ঢাকা: ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদে হেফাজত ইসলামের তাণ্ডবের সময় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে আবাব আহমেদ রিজভী ও মো. রুমান শেখ নামে দুই ব্যক্তি পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুজনের মোটরসাইকেল পুড়িয়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়। আন্দোলনের নামে সহিংসতার নির্দেশদাতা হিসেবে মামুনুল হকের বিরুদ্ধে মামলা দুটি করেছেন তারা।

মামলা দুটিতে মামুনুল ছাড়াও হেফাজত নেতা মাওলানা লোকমান হাকিম, মাওলানা জুনায়েদ আল হাবিব ও নাছির উদ্দিন মনিরের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

সংশ্লিষ্ট নিউজ: পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল মামুনুলের

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ