ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামুতে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
রামুতে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার: কক্সবাজারের রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

সোমবার রাতে (১৯ এপ্রিল) কক্সবাজার র‌্যাব-১৫ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে দুপুরে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান চালায়।

আটকরা হলেন, উখিয়ার হলুদিয়া পালং পাগলীর বিলের সোনা আলীর ছেলে সোহেল (২০) ও এক নম্বর কুতুপালং রোহিঙ্গা শিবিরের আবু তাহেরের ছেলে মোজাম্মেল (৪০)।

কক্সবাজার র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, মাদক বেচা-কেনার খবর পেয়ে র‌্যাবের একটি দল রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের বরুড়ারছড়া বাজারে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দশ হাজার ইয়াবাসহ সোহেল ও মোজাম্মেলকে আটক করা হয়।

তিনি আরও জানান, ইয়াবাসহ আটক দুইজনকে মাদক আইনে মামলা দায়েরের পর রামু থানায় সোর্পদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ