ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালপুরে ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা-কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
লালপুরে ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা-কারাদণ্ড  ছবি: বাংলানিউজ

নাটোর: লাইসেন্স ছাড়াই নতুন ইটভাটা স্থাপন করায় নাটোরের লালপুরে মো. জাহাঙ্গীর আলম (৫২) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া গ্রামে নির্মিত ওই ইটভাটায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।  

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর একই উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।  

ছবি: বাংলানিউজ

নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান বাংলানিউজকে জানান, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না নিয়েই গত ২-৩ মাস ধরে ঢুষপাড়া গ্রামে ইটভাটা নির্মাণ করছিলেন জাহাঙ্গীর। গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কোন বৈধ কাগজপত্র দেখাতে পারায় অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় ইটভাটা মালিক জাহাঙ্গিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া দিয়ে কারাগারে পাঠানো হয়।  

অপরদিকে, জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসান বিভিন্ন স্থানে (উপর বাজার, স্টেশন বাজার, নীচাবাজার, দওপাড়া, হয়বতপুর, লক্ষ্মীপুর বাজার) স্বাস্থ্যবিধি প্রতিপালনে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় তিনটি মামলায় তিন ব্যক্তিকে ৯০০ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।