ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়ায় সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
বগুড়ায় সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ির পাশের একটি জলাশয়ে সাঁতার শিখতে গিয়ে পরমা চন্দ্র (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পরমা ওই গ্রামের শ্রী রক্তিম চন্দ্রের মেয়ে।

জানা যায়, বিশালপুর ইউনিয়নের পেঁচুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী পরমা চন্দ্র সাঁতার জানতো না। তাই বাড়ির পাশের একটি জলাশয়ে সোমবার দুপুরে সাঁতার শিখতে নামে সে। একপর্যায়ে জলাশয়ের পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে নামে। অনেক খোঁজাখুঁজির পর পরমাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।