ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে নকল স্বর্ণালঙ্কার বিক্রি করতে গিয়ে নারী আটক

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
ধামরাইয়ে নকল স্বর্ণালঙ্কার বিক্রি করতে গিয়ে নারী আটক প্রতীকী

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নকল স্বর্ণালঙ্কার বিক্রির সময় রিনা বেগম (৫০) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রিনা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড়বাড়ী গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার গাজিচট এলাকার আইয়ুব আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, বিকেলে ধামরাইয়ের এক ব্যক্তির কাছে ১ ভরি ১৩ আনা স্বর্ণালঙ্কার বিক্রির করার জন্য আসেন রিনা। এ সময় সন্দেহ হলে ওই ব্যক্তি স্বর্ণালঙ্কারগুলো স্থানীয় একটি স্বর্ণকারের দোকানে নিয়ে পরীক্ষা করলে সেগুলো নকল প্রমাণিত হয়। পরে ওই নারীকে আটক করে থানায় খবর দেওয়া হয়।   পুলিশ ঘটনাস্থল রিনাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয় নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল সালাম বাংলানিউজকে জানান, আটক রিনা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।