ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরিষার তেলে সয়াবিন মিশিয়ে বিক্রি, মিল সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
সরিষার তেলে সয়াবিন মিশিয়ে বিক্রি, মিল সিলগালা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সিরাজগঞ্জ: সরিষার সঙ্গে সয়াবিন মিশিয়ে ভেজাল তেল তৈরি ও বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি এলাকায় একটি মিল সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে ওই মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।  

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বাংলানিউজকে জানান, বাগবাটি এলাকায় একটি মিলে সরিষার তেলের সঙ্গে সয়াবিন মিশিয়ে তা বিক্রি করা হচ্ছিল— এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ওই মিলটি সিলগালা করাসহ মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি জানান, এদিন একই উপজেলার কান্দাপাড়া ও বাগবাটি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে আরও পাঁচ ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।