ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় সুন্দরবনের রাজু বাহিনীর প্রধান গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
খুলনায় সুন্দরবনের রাজু বাহিনীর প্রধান গ্রেফতার

খুলনা: খুলনার রূপসায় সুন্দরবনের ছোট রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লাকে (৪৯) বন্দুকের বাটসহ গ্রেফতার করেছে পুলিশ। তার নামে হত‍্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

রূপসা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ এপ্রিল বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি করে একটি দেশি তৈরি বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট উদ্বার করে পুলিশ। রাজু খুলনার উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন জানিয়েছেন, এ ব‍্যাপারে রূপসা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালে র‍্যাবের হাতে অস্ত্র জমা দিয়ে রাজু ও তার বাহিনীর সদস্যরা আত্মসমর্থন করে। কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে না ফিরে আগের জীবনে ফেরার জন্য লোকবল সংগঠিত করার চেষ্টা করছিল।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।