ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ট্রাকের ধাক্কায় ভেঙে পড়লো ফুটওভার ব্রিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
ট্রাকের ধাক্কায় ভেঙে পড়লো ফুটওভার ব্রিজ

ঢাকা: রাজধানীর উত্তরা হাউসবিল্ডিং বিএনএস সেন্টারের সামনে থাকা ফুটওভার ব্রিজ ট্রাকের ধাক্কায় আংশিক ভেঙে পড়েছে।

শনিবার (১৭ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।



উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল বাংলানিউজকে জানান, ফুটওভার ব্রিজ ভাঙার ঘটনায় একটি ভারী যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে সেটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে দিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত সিটি করপোরেশন বলতে পারবে।

এদিকে উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ফরহাদ হোসনে বাংলানিউজকে জানান, এ ঘটনায় ফুটওভার ব্রিজের ক্ষতি হয়েছে উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে থানা থেকে আমাদের কোনো ট্রাক দেওয়া হয়েছে অথবা আমরা কোনো ট্রাক বুঝে পেয়েছি এমন কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।