ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, এপ্রিল ১৭, ২০২১
পঞ্চগড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কালবৈশাখীর প্রভাবে ঝড় বয়ে গেছে। একই সঙ্গে হয়েছে মুষলধারে বজ্রবৃষ্টি।

জেলার কোথাও কোথাও শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস বলছে, এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

শুক্রবার (১৬ এপ্রিল) দিনগত রাত ৯টার পর থেকে এই ঝড়ের প্রভাব শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া না গেলেও কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, রাত ১১টা পর্যন্ত চলমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ মিলিমিটার। ঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।