ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে ফের মিললো ১৫৮০ রাউন্ড গুলি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৪, এপ্রিল ১৬, ২০২১
কক্সবাজারে ফের মিললো ১৫৮০ রাউন্ড গুলি

কক্সবাজার: কক্সবাজারের বাঁকখালী মোহনা থেকে বালু উত্তোলনের সময় ফের মিললো বস্তাভর্তি এক হাজার ৫৮০ রাউন্ড গুলি।

শুক্রবার (১৬ এপ্রিল)  বিকেলে এসব গুলি পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুলিগুলো ব্যবহার করা হয়েছিল।

বাংলাদেশ বিমান বাহিনী সূত্র জানায়, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ করছে সিসিই নামে একটি চায়না কোম্পানি। বাঁকখালীর নাজিরার টেকের কাছাকাছি জায়গায় ওই কোম্পানির কার্যালয় নির্মাণের জন্য বালি ভরাটের কাজ দেওয়া হয় ফাতেমা ড্রেজার কোম্পানিকে। প্রতিষ্ঠানটি কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পাশের বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করছিল।  

এ কাজের মাটি খোঁড়াখুঁড়ির সময় বস্তাভর্তি গুলি দেখতে পায় বিমানবাহিনীর সদস্যরা। পরে গুলিগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন,দ্বিতীয়বারও প্রায় দেড় হাজারেরও বেশি গুলি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল একইভাবে ২ হাজার ১৯০টি গুলি উদ্ধার করা হয়।

এসবের মধ্যে মেশিন গান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।