ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
খিলগাঁওয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় ছুরিকাঘাতে আহত আসিফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ এপ্রিল) দুপুড় আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২টার দিকে মেরাদিয়া লাল মিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

মৃত আসিফের দুলাভাই মুসা মিয়া বাংলানিউজকে জানান, আসিফ পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। পোড়া বাড়ির জিন্নাত সহ কয়েকজন মেরাদিয়া লাল মিয়া হোটেলের সামনে পেটে পাজরে সহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, গত রাতে ফোন পেয়ে বাসা থেকে বের হয় আসিফ। এরপরেই ছুরিকাঘাতে আহত হয়। জিন্নাত মাদক ব্যবসা করে। শুনেছি, পুলিশের কাছে আসিফ অনেক তথ্য দিয়েছে। এ কারণে আসিফকে ছুরিকাঘাত করেছে বলে আমাদের ধারণা।

আসিফ ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামে মৃত হোসেন মিয়ার ছেলে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে আসিফ পঞ্চম ছিল। দুই বছর আগে মুন্নি নামে এক মেয়েকে বিয়ে করে মেরাদিয়া নয়পাড়া এলাকায় থাকতো আসিফ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।