ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে পদ্মায় ধরা পড়লো ২৯ কেজির বাঘাইড় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
নাটোরে পদ্মায় ধরা পড়লো ২৯ কেজির বাঘাইড়  ২৯ কেজির বাঘাইড়

নাটোর: নাটোরের লালপুরের পদ্মা নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাঘাইড় মাছ। শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে পদ্মা নদীতে লালপুরের স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে মাছটি।

 

মাছটি ধরা পড়ার পরে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাঘা বাজারের আড়তে নিয়ে যান। সেখান থেকে ফজলুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী ওই মাছটি কিনে নাটোর শহরে বিক্রির জন্য নিয়ে আসেন।  

দুপুরে ভ্যানে করে মাছটি বিক্রির জন্য নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রদর্শন করা হয়। এ সময় মুসল্লিসহ উৎসুক মানুষ মাছটি দেখতে ভিড় করেন। এ সময় মাছটির দাম হাঁকা হয় প্রতি কেজি এক হাজার টাকা করে। তবে ক্রেতারা দাম হাঁকেন প্রতি কেজি ৮শ টাকা।  

মাছ ব্যবসায়ী ফজলুর রহমান বাংলানিউজকে জানান, মাছটি তিনি ২৮ হাজার টাকায় বিক্রি করেছেন। কয়েকজনে মিলে এই মাছটি কিনে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।