ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কালিহাতিতে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
কালিহাতিতে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতিতে দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলার চরবাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত চারজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম (৩৫), মো. শাহআলম (৩২)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বাংলানিউজকে জানান, টিনভর্তি একটি ট্রাকে উঠে পাঁচজন উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি চর বাবলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১ আপডেট: ১৭৬০ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।