ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে ১ হাজার ৫শ’ কেজি জাটকাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
চাঁদপুরে ১ হাজার ৫শ’ কেজি জাটকাসহ আটক ২

চাঁদপুর: চাঁদপুরে একটি পিকআপভ্যান ভর্তি ১ হাজার ৫শ' কেজি জাটকাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারের উত্তর পাশ থেকে পুরান বাজার ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে এসব জাটকাসহ তাদের আটক করে।

 

আটকরা হলেন- চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাখরপুর গ্রামের রুবেল গাজী (২৮) ও চালক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইদ্রিস মিয়া (২১)। জাটকাগুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে তারা জানান।  

পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, জাটকাগুলো রাতের আধারে পিকআপ ভ্যানে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রয় করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পিকআপভ্যানসহ দুইজনকে আটক করা হয়। এসময় পিকআপভ্যানে থাকা ১০টি ড্রামে ১ হাজার ৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় এতিমখানা এবং হতদরিদ্রদের মধ্যে জব্দকৃত মাছগুলো বিতরণ করা হয়। আটকদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।