ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্ভোগ কমাতে শীতলক্ষ্যায় সাড়ে ৭ ঘণ্টা চলবে ট্রলার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
দুর্ভোগ কমাতে শীতলক্ষ্যায় সাড়ে ৭ ঘণ্টা চলবে ট্রলার দুর্ভোগ কমাতে শীতলক্ষ্যায় সাড়ে ৭ ঘণ্টা চলবে ট্রলার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট এলাকায় দুই পারের জরুরি প্রয়োজনে ও শ্রমিকদের দুর্ভোগ নিরসনে দুই দফায় সাড়ে ৭ ঘণ্টা চলবে নদী পারাপারের ট্রলার।  

বুধবার (১৪ এপ্রিল) এ তথ্য জানান ঘাটের ইনচার্জ দিদার খন্দকার।

একই সময়ে স্বাস্থ্যবিধি মেনে অনধিক ১০ জন যাত্রী নিয়ে নৌকাও চলবে।  

দিদার খন্দকার জানান, যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে সকাল ৬টা থেকে সকাল সাড়ে ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে যাত্রীবাহী ট্রলারগুলো। একই সময়ে চলাচল করবে নৌকাও। তবে প্রতিটি নৌকায় অনধিক ১০ জন যাত্রী স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। এ নিয়ম লকডাউন চলাকালীন দিনগুলোর জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
এমআরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।