ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লকডাউন: ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
লকডাউন: ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে দেখা যাচ্ছে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের।

বুধবার (১৪ এপ্রিল) ধানমন্ডি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ধানমন্ডি এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ। অন্যান্য দিনের চেয়ে রাস্তাঘাটে জনমানুষের উপস্থিতি কম। তবে রাস্তায় কিছুসংখ্যক প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস এবং জরুরি সেবার কিছু যানবাহন চলাচল করছে।  

ধানমন্ডি ৩২ নম্বর মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, রিকশা, মোটরসাইকেল এবং প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন।  

উপযুক্ত কারণ বলতে না পারলে গাড়ির আরোহী, চালক ও পথচারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশ সদস্যদের কর্ম তৎপরতা দেখা যায়।

ধানমন্ডি এলাকার অন্যতম ব্যস্ত সড়ক ২৭ নম্বর। এদিন ২৭ নম্বরের মূল সড়কটিতে দেখা যায় অধিকাংশ দোকানপাট বন্ধ। তবে কিছু খাবার হোটেল খোলা থাকলেও তাতে শুধুমাত্র খাবার পার্সেল বিক্রি করতে দেখা যায়।  

ধানমন্ডি এলাকার আরেক ব্যস্ততম এলাকা হচ্ছে শংকর বাসস্ট্যান্ড। এদিন এখানেও লোকজনের উপস্থিতি অনেক কম দেখা যায়। বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে খাবার হোটে, কাঁচা বাজার এবং ওষুধের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা যায়।  

ধানমন্ডি ২৭ নম্বর রাপা প্লাজার সামনে কথা হয় রিকশাচালক সাইফুলের সঙ্গে। লকডাউনে রিকশা চালাতে পুলিশ বাধা দিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মেইন রোডে গেলে পুলিশ ধরছে। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে। তারপর আবার কিছুক্ষণ পর ছেড়েও দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা এপ্রিল ১৪, ২০২১
আরকআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।